স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : অশান্ত বাংলাদেশ থেকে পালিয়ে আসা যুবক-যুবতী গ্রেপ্তার ধর্মনগর থানার পুলিশের হাতে। অশান্ত বাংলাদেশ থেকে নিজেদের বাঁচাতে বাংলাদেশ থেকে দালালদের হাত ধরে অবৈধভাবে রাজ্যে আসছে বাংলাদেশী নাগরিক। ফের একবার তা প্রমাণিত। শনিবার রাতে ধর্মনগরের আনন্দবাজার থেকে বাংলাদেশী এক যুবক ও এক যুবতীকে আটক করল ধর্মনগর থানার পুলিশ।
ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার জানান ধৃত যুবক যুবতী ধর্মনগর থানার পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিস তাদেরকে আটক করে। ধৃত যুবকের নাম জাফর আলম, বয়স ২৪ বছর, ধৃত যুবতীর নাম রাজিয়া বেগম, বয়স ২০ বছর। ধৃতরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে দালালের হাত ধরে ভারতে এসেছে। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ।