Friday, January 17, 2025
বাড়িরাজ্য৩৫ টি ব্লকের ৩৫ টি স্থানে হবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা

৩৫ টি ব্লকের ৩৫ টি স্থানে হবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় ৮ আগস্ট। ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ভোট গণনা। সেই দিনই ঘোষণা করা হবে ফলাফল। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনার জন্য ভোট গণনা কেন্দ্র গুলিতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানান ৩৫ টি ব্লকের ৩৫ টি স্থানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা অনুষ্ঠিত হবে।

 ভোট গণনা কেন্দ্র গুলিতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ। তিনি আরও জানান এইবার প্রথম বারের মতো সাধারন মানুষ যেন যে কোন আসনের ফলাফল দেখতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। একটি ওয়েব সাইটের মাধ্যমে এই ফলাফল দেখতে পারবে সাধারন মানুষ। পাশাপাশি তিনি জানান কোন গণনা কেন্দ্রে কত রাউন্ডে ভোট গণনা করা হবে, এইটা সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের ভোটারের উপর নির্ভর করবে। পাশাপাশি আরও জানা গেছে, নির্বাচনে সর্বাধিক ভোট পড়েছে অমরপুর আর ডি ব্লকে। এই ব্লকের ভোটার ছিল ১৪ হাজার ৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭১৪৯ জন এবং মহিলা ভোটার ৬৯৪৫ জন। এর মধ্যে ভোট দিয়েছে ১২৪৯৪ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ভোট দিয়েছে ৬৩৫২ জন এবং মহিলা ভোটার ভোট দিয়েছেন ৬১৪২ জন। সর্বমোট ভোট পড়েছে এই ব্লকের অধীনে ৮৮.৭১ শতাংশ। অপরদিকে সর্বনিম্ন ভোট পড়েছে দুর্গা চৌমুহনি ব্লকে। এগুলোকে পুরুষ ভোটার ৯ হাজার ৩৩৭ জন এবং মহিলা ভোটার ৯১২৩ জন। সর্বমোট ভোটার ১৮ হাজার ৪৬০ জন। এর মধ্যে ভোট দিয়েছে ১৩২৮৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬৮৩২ জন ভোট দিয়েছে এবং ৬৪৫৪ জন মহিলা ভোটার ভোট দিয়েছে। অর্থাৎ এই ব্লকে ভোটের হার ৭১.৯৭ শতাংশ। সারা রাজ্যে ভোটের হার ৮০.৮২ শতাংশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য