স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : এই বছরও স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নিয়েছে ভারত সরকার। জাতীয় পতাকার সম্মানে শুক্রবার প্রতিটি অফিসের উদ্যোগে তিরঙ্গা রেলির আয়োজন করা হয়।
তারই অঙ্গ হিসাবে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে এক তিরঙ্গা রেলির আয়োজন করা হয়। এই তিরঙ্গা রেলিতে অংশ গ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অফিসের অন্যান্য কর্মীরা। ১২ আগস্ট থেকে তিন দিনব্যাপী প্রতিটি নাগরিক যেন বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করে এবং দেশের প্রতি তাদের যে ভালোবাসা তা প্রকাশ করেন। এই আহ্বানকে সামনে রেখে এই তিরঙ্গা রেলির আয়োজন করা হয়। পাশাপাশি ১২ আগস্ট অনুরূপ একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার।