Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যগৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা

গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : রহস্য জনক ভাবে মৃত্যু এক গৃহবধূর। মৃতার নাম কবিতা ভৌমিক। ঘটনা বিশালগড়ের নাড়াউড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় চার বছর পূর্বে রানীর বাজার এলাকার কবিতা ভৌমিকের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় বিশালগড়ের নাড়াউড়া এলাকার বাসিন্দা সুভাশিষ দেবনাথের। বিয়ের পর তাদের সংসারে কোন ধরনের অশান্তি ছিল কিনা তা জানা যায় নি। এরই মধ্যে কবিতা ভৌমিককে আশঙ্কা জনক অবস্থায় হাপানিয়া হাসপাতালে নিয়ে আসে স্বামীর বাড়ির লোকজন।

হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক কবিতা ভৌমিককে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান কবিতা ভৌমিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আশা হয়েছে। মৃত্যুর কারন জানা যায় নি। মৃতার স্বামীর বাড়ির লোকজন জানিয়েছে দুই থেকে তিন দিন ধরে কবিতা ভৌমিক জ্বরে ভুগছিল। তাই হাসপাতালের পক্ষ থেকে মৃতার ময়না তদন্ত করার জন্য বলা হয়েছে মৃত্যুর কারন জানতে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরও জানান কবিতা ভৌমিকের মৃত্যুর বিষয়ে জানার পর হাসপাতালে কান্নায় ভেঙ্গে পরে মৃতার বাপের বাড়ির লোকজন। একটা সময় মৃতার স্বামীর বাড়ির লোকজন ও বাপের বাড়ির লোকজনদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। পরবর্তী সময় আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য