স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : আবারো দোকানে প্রবেশ করে ভাঙচুর এবং লুটপাট চালালো খোয়াই মোটর স্ট্যান্ডের কিছু দুষ্কৃতী। ঘটনা খোয়াই মোটর স্ট্যান্ডের অটোর স্ট্যান্ডের সাথে থাকা বাচ্চু ঘোষের চায়ের দোকানে। ক্ষতিগ্রস্ত বাচ্চু ঘোষ জানান এখন পর্যন্ত তার দোকানে এই দুষ্কৃতিকারীরা ৬ বার লুটপাট এবং ভাঙচুর চালিয়েছে। বহুবার পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
শুধু তাই নয় দোকানে ভাঙচুর চালিয়ে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনা করা পেছনে তাদের মূলত কি উদ্দেশ্য সেটা বুঝে উঠতে পারছেন না তিনি। বর্তমানে দোকান নিয়ে তিনি আতঙ্কে ভুগছেন।