Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যদুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বহু

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : দ্রুত গতিতে যান চালানোর ফলে অমরপুর-উদয়পুর সরকারের মাঝে গান্ধারী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এইদিন TR-01C-1318 নাম্বারের বাস ও TR-03-1410 নাম্বারের বাস গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অল্প বিস্তর আহত হয় ২৬ জন। অমরপুর দমকল বাহিনীর কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

আহতদের প্রাথমিক চিকিৎসার পর অমরপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন। তারা হল নাজির হোসেন, বয়স ১০ বছরে এবং মানিক কনা ত্রিপুরা, বয়স ৩৬ বছর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক যাত্রী জানান দুই বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে অল্প বিস্তর ২৬ জন আহত হয়েছে। দুই জনকে অমরপুর মহকুমা হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য