Monday, September 16, 2024
বাড়িরাজ্যবাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিন্দা জানালো বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিন্দা জানালো বিশ্ব হিন্দু পরিষদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : বাংলাদেশে যে অরাজকতা চলছে তার নিন্দা জানালো বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্ত। শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রান্ত মন্ত্রী শঙ্কর রায় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান বাংলাদেশে কিছুদিন ধরে অরাজকতা চলছে।

 সেখানে সংখ্যা লঘুদের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে। তাদের বাড়িঘর দোকান অফিস ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান কিছু সুরক্ষিত নয়। মানুষকে ভয় ভীতি দেখানো হচ্ছে। তাই বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ভারত সরকারের নিকট দাবি জানানো হয়, বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর যে আক্রমণ সংগঠিত করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ভারত সরকারের নিকট প্রতি নিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য