স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : গন্ডাতুইসা মহকুমার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ৮ দফা দাবি নিয়ে শুক্রবার রাজ্যের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করল সিপিআইএমএল দলের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা।
প্রতিনিধি দলের সদস্যরা এইদিন রাজ ভবনে গিয়ে রাজ্যপালের হাতে ৮ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন। দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জানান গণ্ডাতুইসা মহকুমায় গত ৭ এবং ১২ ও ১৩ জুলাই যে অমানবিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএমএল দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে। সেখানকার লোকজনদের সাথে কথা বলেছে প্রতিনিধি দলের সদস্যরা। তারপর ৮ দফা দাবি সম্বলিত স্মারক লিপি এইদিন রাজ্য পালের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং রাজ্যপালের নিকট অনুরোধ জানানো হয়েছে একবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করার জন্য।