Thursday, May 29, 2025
বাড়িরাজ্যভারত ছাড়ো কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস

ভারত ছাড়ো কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : ৯ আগস্ট ভারতছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাই বুধবার এরই অঙ্গ হিসেবে ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপালচন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন। এদিন সকালে কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস ভবন থেকে জড়ো হয়ে গান্ধী ঘাট এলাকার শহীদ বেদীতে যান কংগ্রেস নেতৃত্ব।

সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। মহাত্মা গান্ধী এই ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং দেশে পরাধীনতার গ্লানি মুক্ত করতে কৃষক শ্রমিক যুবক সকলেই এগিয়ে এসেছিল। বর্তমানে দেশে গণতন্ত্র সংবিধান ঐতিহ্য সংহতি সংস্কৃতি সবকিছুই বিপন্ন। তাই এই মুহূর্তে গণতন্ত্র সংবিধান ঐতিহ্য সংহতি সংস্কৃতি ফিরিয়ে আনতে এবং বিবেদগামী শক্তি থেকে দেশকে রক্ষা করতে অঙ্গীকার বদ্ধ হতে হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!