Friday, September 13, 2024
বাড়িরাজ্যরবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তির পাদদেশে প্রতিবাদ

রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তির পাদদেশে প্রতিবাদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : বাংলাদেশে শিল্প-সংস্কৃতির উপর মৌলবাদী-তালিবানি আক্রমণের বিরুদ্ধে সবাই মিলে প্রতিবাদে সরব হোন। এই আহ্বানকে সামনে রেখে বুধবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তির পাদদেশে বাংলা সংস্কৃতিক বলয়ের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতিক বলয়ের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা সহ রাজ্যের শিল্পী ও সাহিত্যিকরা।

 উপস্থিত সকলে মুখে কালো কাপড় বেধে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ কর্মসূচীতে সামিল হন। বাংলা সংস্কৃতিক বলয়ের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাংলাদেশে সংখ্যা লঘু মানুষের উপর আক্রমণ চলছে। একই ভাবে সেই দেশের লেখক, শিল্পী সাহিত্যিকদের উপর বর্বরোচিত আক্রমণ আক্রমণ চলছে তালিবানি কায়দায়। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে সৃজন শিল সাহিত্য চর্চা যারা করেন তাদের অধিকাংশ বাড়ি ছাড়া পালিয়ে রয়েছেন। তার বিরুদ্ধে এইদিন মৌন প্রতিবাদ করা হয়েছে। বাংলাদেশের এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে সকলে যেন প্রতিবাদে সরব হয় তার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য