Monday, March 17, 2025
বাড়িরাজ্যআর সি সি ফুট ব্রিজে ফাটল, ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগ দুর্নীতি হয়েছে নির্মাণ...

আর সি সি ফুট ব্রিজে ফাটল, ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগ দুর্নীতি হয়েছে নির্মাণ কাজে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : আর সিসি ফুট ব্রিজ চালু হওয়ার আগেই একটি পিলার ভেঙ্গে গিয়ে ফেটে গেল ব্রিজ। ঘটনা সিপাহীজলা জেলার মোহন ভোগ আর ডি ব্লকের অন্তর্গত এলাকা থেকে বেনীয়াছড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি আর সিসি ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে গোমতী নদীর উপরে। এই ফুট ব্রিজের তিনটি আর সি সি পিলারের মধ্যে গত দুদিনের ভারী বৃষ্টিতে গোমতী নদীতে জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির অনেক নিচে নেমে যায়। এবং ফেটে যায় ব্রিজ। শনিবার দিন সকাল বেলা গ্রামের মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। গ্রামের মানুষ অভিযোগ তুলেন অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই ব্রীজ টিতে। সিমেন্ট কম দেওয়া হয়েছে।

 রড লাগানো হয়েছে শুরু। জল থাকা অবস্থায় দেওয়া হয়েছে পিলারের ঢালাই। বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছিল। কিন্তু গ্রামের প্রধান এবং মেম্বার কেউ কাজ দেখতে আসেনি। যখন ঠিকাদার এই পিলারটিতে ঢালাই দেন তখন কোন ইঞ্জিনিয়ার ছিল না।। যার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ করেছে ঠিকাদার। মেলাঘরের শ্যামল পাল এবং রিপন সাহা এই ফুট ব্রিজের কাজ কাজ করেছেন বলে গ্রামবাসীরা জানায়। এক কোটি ৩৩ লক্ষ ৪৩ হাজার ৩৮ টাকার কাজ ছিল এই ফুট ব্রিজের। পুরো কাজটাই দুনাম্বরী ভাবে করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মানুষের। কাজটি ছিল আর ডি দপ্তরের। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষ। পুরো ব্রিজ ভেঙ্গে নতুনভাবে করার দাবি জানিয়েছে বেনীয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। যদি পুরো ব্রীজ না ভেঙ্গে নতুন ভাবে করা না হয় তাহলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে গ্রামের মানুষ।দুই নম্বরী কাজ করার ফলেই ঘটেছে এই বিপত্তি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য