Monday, January 13, 2025
বাড়িরাজ্যঘরের শত্রু বিভীষণ বের করবে বিজেপি, হুঁশিয়ারি দিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য

ঘরের শত্রু বিভীষণ বের করবে বিজেপি, হুঁশিয়ারি দিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : দলকে যারা হেয় প্রতিপন্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য জেলা সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করার জন্য। এ রিপোর্ট হাতে পেয়ে গেলে রাজ্যের প্রভারী রাজদীপ রায়, কোর কমিটি এবং অফিস বেয়ারার কমিটির সাথে আলোচনা করে তাদের রেহাই দেওয়া হবে না। তাদের সুযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে। শনিবার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর কমিউনিটি হলে এক সাংগঠনিক সভা শেষে এই কথা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।

পাশাপাশি তিনি বলেন, রাজ্যের ৬০৫ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। বাকি যে আসন গুলি রয়েছে তাতেও নিশ্চিত জয় পাবে বিজেপি মনোনীত প্রার্থীরা। ঐ সকল আসন গুলিতে আগামী ৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচনের পূর্বে কর্মী সমর্থকদের মন চাঙ্গা করতে তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করা হয়েছে। তিনি বলেন, বিরোধীদের কাছে এখন আর কোন ইস্যু নেই। তাই তারা অপপ্রচার ছড়িয়ে ভোটারদের মন জয় করতে চাইছে। কিন্তু এতে কোন সফলতা আসবে না বিরোধীদের। কারণ মানুষ জানে একমাত্র মোদি সরকারই পারবে সকলের সার্বিক বিকাশ সাধন করতে। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিধায়ক বিন্দু দেবনাথ সহ জেলা মণ্ডল এবং বিভিন্ন ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য