Friday, September 13, 2024
বাড়িরাজ্যদুঃসাহসিক চুরি দুই দোকানে

দুঃসাহসিক চুরি দুই দোকানে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : আবারো দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হলো বামুটিয়া স্থিত কালী বাজারে। একই রাতে দুই দোকানে চোরের দল হানা দেয়। জানা যায় এক মাসে চারবার চুরি কান্ড  সংগঠিত হয়েছে কালিবাজারে। শুক্রবার রাতেও সঞ্জিত সরকার ও নন্দু সাহার দোকানে চোরেরা হানা দিয়ে নগদ টাকা নিয়ে যায় চোরের দল। সকাল বেলা দোকান খুলতে তারা দেখতে পেল দোকানের পেছনের দরজা ভাঙ্গা।

 তারপরে তারা বুঝতে পারে তাদের দোকানে চুরির সংগঠিত হয়েছে। পুলিশকে খবর দেয় ব্যবসায়ীরা। দোকান মালিকদের অভিযোগ তাদের ক্যাশ বক্স থেকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল। কিন্তু কোন জিনিসপত্রে হাত দেয়নি চোরের দল। সিসি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও চিহ্নিত করা যায় নি চোরকে। পুলিশ দোকানদারদের আশ্বস্ত করেছেন শীঘ্রই তদন্ত করে চোরকে জালে তোলা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য