Monday, February 17, 2025
বাড়িরাজ্যনিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ল জলের ট্যাঙ্ক

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ল জলের ট্যাঙ্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : কমলপুর – আমবাসা সড়কের কলাছড়িতে একটি জলের ট্যাঙ্ক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশ্রামগারকে গুড়িয়ে দেয়। ঘটনাটি ঘটে শুক্রবার সকালবেলা। গাড়িটি কমলপুর কৃষ্ণ চন্দ্র দ্বাদশ বিদ্যালয়ের পাশে থাকা ডি ডব্লিউ এস -র একটি কার্যালয় থেকে গাড়িতে পানীয় জল ভর্তি করে খোয়াই সড়কের পাশে ও এন জি সি ‘র একটি কাজের স্থলে রওনা হয়েছিল।

 তখনই এই ঘটনা ঘটে। জানা যায়, গাড়িতে থাকা এসিস্ট্যান্ট সালফাই দেব্বর্মা চলোককে বারবার বলছিলো এতো জোরে গাড়ি না চালানোর জন্য। কিন্তু চালক তাপস দাস কথান শোনেন নি। শেষ পর্যন্ত তিনি কলাছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশ্রামগারকে গুড়িয়ে দেয়। এতে আহত হয় সহচালক সালফাই দেব্বর্মা ও বিশ্রামগারের সামনে থাকা এলাকাবাসী সুধীর চন্দ্র দেবনাথ গুরুতর আহত হয়। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের কমলপুর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি গিয়ে হাসপাতাল নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য