Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যমানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর প্রশিক্ষণের আয়োজন

মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর প্রশিক্ষণের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : উন্নত গুণমান সম্পন্ন মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে ব্যাঙ্গালোরস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরো সায়েন্সের বিশেষজ্ঞ  চিকিৎসক দল রাজ্যের কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন। শুক্রবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয়। এইদিন সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ডাঃ ব্রাহ্মিত কউর, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা,  জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত সহ অন্যান্যরা। প্রাথমিক ভাবে রাজ্যের ৪০০ জন কমিউনিটি হেলথ অফিসারকে চারদিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

 এইদিন প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানসিক স্বাস্থ্য অনুমান করা যায় না। অনেক সময় মানসিক ভাবে অসুস্থ লোক নিজে থেকে স্বীকার করতে চায় না সে মানসিক রোগে আক্রান্ত। তাই সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোন ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ হলে তাকে শনাক্ত করা কষ্টকর হয়ে দাড়ায়। বিভিন্ন কারনে মানুষ মানসিক রোগে আক্রান্ত হতে পারে। মানসিক রোগে আক্রান্তদের চিহ্নিত করার ক্ষেত্রে কমিউনিটি হেলথ অফিসারদের ভুমিকা সবচেয়ে বেশি বলে দাবি করেন স্বাস্থ্য সচিব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য