Thursday, March 20, 2025
বাড়িরাজ্যবৃহন্নলা সেজে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত ৭

বৃহন্নলা সেজে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : বৃহন্নলা সেজে ভারতে প্রবেশ করতে গিয়ে পানিসাগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার সাত বাংলাদেশি। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের পানিসাগর নাকা পয়েন্টে তল্লাশিতে নামে।

 আগরতলা থেকে গৌহাটি গামী এ.এস ০১ এল.সি ১৪১২ নম্বরের একটি বাস গাড়ি থেকে সন্দেহভাজন সাত জনকে আটক করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে।পরবর্তীতে তাদের জোর জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। তারা বিনা পাসপোর্টে বেআইনিভাবে বাংলাদেশ থেকে আখাউড়া সীমান্ত হয়ে ত্রিপুরা রাজ্য প্রবেশ করে দূরপাল্লার বাস গাড়িতে করে গৌহাটি হয়ে মোম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ধৃতদের মধ্যে দুই জন বৃহন্নলা। বাকি পাঁচ জন বৃহন্নলার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতো।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য