স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : গন্ডাছড়া, গঙ্গানগর দুটি থানার পুলিশের চোখে ধূলো দিয়ে বহ্নিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে আমবাসা পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণে শুকনো গাঁজা। এদিকে আমবাসা থানার পুলিশের কাছে গোপন খবর আসে একটি কমলা রঙের বিলাসবহুল গাড়ি যার নাম্বার টিআর-০১-বিএস-০৪১১ এই গাড়িতে শুকনো গাঁজা রয়েছে।
সেই মোতাবেক আমবাসা থানার পুলিশ জেলা পুলিশের সরকারি বাসভবনের সামনে জাতীয় সড়কে উৎপেতে থাকে। যথারীতি বিকাল পাঁচটা নাগাদ গাড়িটি আসতেই দাঁড় করিয়ে তাতে তল্লাশি শুরু করে, খবর দেওয়া হয় ডিসিএম কে। গাড়ির ভিতরে এবং দরজা থেকে ১৪ পেকেট গাঁজা উদ্ধার করা হয় খবর পেয়ে ছুটে আসেন ওসি গুরুপদ দেবনাথ এবং মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত মহোদয়। জানা যায় ১৪ টি পেকেটে মোট ১৪০ কেজি গাঁজা উদ্ধার হয় যার বাজারমূল্য ১৪ লক্ষাধিক টাকা। এদিকে গাড়ির চালক সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ। তার বাড়ি সোনামুড়া থানাধীন ময়নামা এলাকায়। আগামীকাল ধৃত চালক কে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে খবর।