স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : সরকারি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত সরকারের প্রত্যাহার করা, শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করা, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই পড়াশোনার খরচ কমানো সহ পাঁচ দফা দাবিতে বুধবার এস এফ আই এবং টি এস ইউ এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে আগরতলা শহরে।
মিছিলটি ছাত্র যুবক ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন, বর্তমান সরকার বহু স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শিক্ষক সংকট নিরসনে কোন ভূমিকা গ্রহণ করছে না। যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে।
এতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, স্কুলগুলিতে পড়াশুনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা করছে সরকার। এতে পুরোপুরি ষ্পষ্ট সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা রাজ্যের ভেঙে পড়েছে। তাই এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজ্যের সব অংশের মানুষকে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়ে আজকে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি।