স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : বিদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হলো আগরতলা পোস্ট অফিসের প্রধান শাখায়। দমকল কর্মী ও বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পোস্ট অফিসে কর্মীরা। পোস্ট অফিসের এক কর্মী জানান, সকাল এগারোটার নাগাদ পোস্ট অফিসে কাজ করছিলেন কর্মীরা। সে সময় বিকট শব্দ শুনতে পায় কর্মীরা। তখন সাথে সাথে পোস্ট অফিসের ভেতর থেকে বাইরে এসে দেখে বিদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে থেকে আগুন বের হচ্ছে।
সাথে সাথে পোস্ট অফিসের ভেতর থেকে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসে বিদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে ছিটিয়ে দিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এদিকে আগুন দেখতে পেয়ে সাথে সাথে বিদ্যুৎ নিগম ও দমকল কর্মীদের খবর দেওয়া হলেও কয়েকশো মিটারের মধ্যে থাকা পোস্ট অফিসে পৌঁছাতে দীর্ঘক্ষণ লেগে যায় বিদ্যুৎ নিগমের কর্মীদের। বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে পোস্ট অফিসের কর্মীরা। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে জানায় আগুন বিস্তার লাভ করার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসে পোস্ট অফিসের কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোস্ট অফিসের মধ্যে। ব্যাঘাত ঘটে কাজকর্মের। তবে সম্প্রতি ট্রান্সফরমার বিস্ফোরণ এবং বিকল হয়ে পড়ার ঘটনা একাধিক সামনে উঠে আসছে।
এর পেছনে মূলত কারণ হলো ২৫ – ৩০ বছর পুরনো ট্রান্সফর্মার দিয়ে কাজ চলছে বিদ্যুৎ নিগমের। বিভিন্ন এলাকার বিদ্যুৎ ব্যবহারের লোড বাড়ানো হলেও ট্রান্সফরমারের যেমন পরিবর্তন হয়নি, তেমনি ট্রান্সফরমার গুলি সংস্কারও করা হচ্ছে না। কিভাবে ট্রান্সফরমার গুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয় সেদিকে কোন নজর নেই বিদ্যুৎ নিগমের। এতে বাড়ছে বিপদ। যা এড়িয়ে চলেছে নিগমের কর্মীরা। জানা যায়, যে ট্রান্সফরমার গুলি রয়েছে সেগুলিতে নিয়মিত তেল বদল করে দিতে হয়। নাট বল্টু সহ বিভিন্ন সরঞ্জাম গুলি পরীক্ষা করতে হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এগুলি না করে জম্পেশ কামায়ে ব্যস্ত আছেন নিগমের উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত একটা বড় অংশ বলে সূত্রে খবর। যার ফলে এ ধরনের বিপদের ঘটনা সংঘটিত হচ্ছে।