Thursday, March 27, 2025
বাড়িরাজ্যউদয়পুরে অভিযান চালিয়ে চোখ চরক গাছ প্রশাসনের

উদয়পুরে অভিযান চালিয়ে চোখ চরক গাছ প্রশাসনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : কুম্ভ নিদ্রা ভাঙলো উদয়পুর মহকুমা প্রশাসনের। সোমবার উদয়পুর নিউটাউন রোড সেন্ট্রাল রোড সহ বিভিন্ন খাবারের দোকানে ও পানিয় জলের ফেক্টোরিতে অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা।

উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে এনফোর্স টিম শহর স্থিত চক বাজার, নিউ টাউন রোড ও সেন্ট্রাল রোড স্থিত বিভিন্ন গ্রোসারি দোকান এবং মিষ্টির দোকানে অভিযান চালায়। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। অভিযানে দুটো ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার হয়। এছাড়াও অতিথি ফুড শপ থেকে মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার হয়।

এছাড়াও সেন্ট্রাল রোড স্থিত মিষ্টি মুখের খাবার বানানোর ঘরের বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। নিউ টাউন রোড স্থিত সম্রাট ড্রিঙ্কিং ওয়াটার  ফেক্টরি থেকে লিগাল মেট্রোলজি ইন্সপেক্টর বহু অভিযোগ পান। যারা যারা এ ধরনের অনিয়ম করে চলেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকরা। আজকের এই অভিযানে মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, খাদ্য পরিদর্শক বাবুল দেবনাথ, লিগাল মেট্রোলজির ইন্সপেক্টর বিকাশ সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য