Sunday, May 25, 2025
বাড়িরাজ্যআটক গাজার পরিমাণ হতাশ করল পুলিশকে, ধৃত ২

আটক গাজার পরিমাণ হতাশ করল পুলিশকে, ধৃত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : বোয়াল মাছ ধরতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল পুঁটি মাছ।চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে রুটিন তল্লাশিতে শনিবার রাতে গাঁজা সন্দেহে একটি গাড়ি রাতভর আটকে রেখে রবিবার সকালে চার কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, শনিবার রাতে আগরতলা থেকে গোহাটি যাওয়ার উদ্দেশ্যে আসা AS 25 FC-3529 নম্বরের একটি ছয় চাকার কনটেইনার গাড়ি চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসে। তারপর পুলিশ গাড়িটিকে রাতভর আটকে রাখে। কিন্তু রবিবার সকালে গাড়িটি তল্লাশি করে মাত্র চার কেজি চল্লিশ গ্ৰাম গাঁজা জব্দ করে কৃতিত্ব অর্জন করে পুলিশ। এনিয়ে পুলিশের অন্দর মহলেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে প্রশ্ন উঠছে রাতেই কি গাঁজা গুলো হাওয়া হয়ে গেলো-নাকি আবারো পুলিশকে টুপি পরিয়ে বোকা বানানো হলো ? যাইহোক এক্ষেত্রে পুলিশ উক্ত গাড়ির চালক মোঃ জাহাঙ্গীর আলম ও সহচালক বিল্লাল হুসেনকে আটক করেছে পুলিশ।ধৃতদ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হবে বলে জানান ওসি খোকন সাহা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!