Thursday, January 16, 2025
বাড়িরাজ্যকেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করলো ফরওয়ার্ড ব্লক

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করলো ফরওয়ার্ড ব্লক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : জনবিরোধী কেন্দ্রীয় সরকার বাঁচানোর বাজেট বলে আখ্যায়িত করলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটির সদস্য রঘুনাথ সরকার এই অভিযোগ করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে রঘুনাথ সরকার বলেন এটি একটি ঘাটতি বাজেট। এই বাজেটে কৃষকদের কল্যাণে কোন কিছুই বলা হয়নি।

কিন্তু ২০১৪ সালের আগে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঠন হওয়ার সময় বলা হয়েছিল স্বামীনাথন কমিশন কার্যকর করা হবে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার তৃতীয়বার প্রতিষ্ঠিত হয়ে বাজেট পেশ করলেও স্বামী নাথন কমিশন কার্যকর হয়নি দেশে। বিরোধী দলের পক্ষ থেকে এবং কৃষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল কৃষি ঋণ মুকুব করার জন্য ব্যবস্থা নিতে। কিন্তু এই দাবিও মেনে নেয়নি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। বাজেটের তীব্র বিরোধিতা করার পাশাপাশি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিজেপি বিরুদ্ধে তোপ দাগলেন তারা। জোর করে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা না দিতে দিয়ে ৭১ শতাংশ আসনে তারা জয় লাভ করেছে।

 বাকি যেগুলিতে বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে সেখানেও প্রচার চালাতে বাধা সৃষ্টি করছে বিজেপি দল অভিযোগ করলেন তারা। সাংবাদিক সম্মেলন থেকে আরো অভিযোগ করলেন, বিশালগড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিডিও -র হাত থেকে শাসক দলের দুর্বৃত্তরা মনোনয়নপত্র টেনে নিয়ে যায়। অপরদিকে মোহনপুরে এক বিরোধী দলের প্রার্থীর বাড়িতে গিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য দুই লক্ষ টাকা দেওয়া হবে জানায়। এবং বিরোধী দলের নাম করে চিহ্নহীন ভাবে মোহনপুরে প্রার্থী দিয়েছে শাসক দল। অপরদিকে প্রার্থী সুভাষ পালের বাড়িতে আক্রমণ চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের প্রশ্ন কেন মনোনয়নপত্র জমা দিতে গেছেন তিনি। এ বিষয়গুলি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সুতরাং এর জন্য দায়ী থাকবে রাজ্যের নির্বাচন কমিশন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য