Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে ভোটের মুখে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে ভোটের মুখে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : গর্ভবতী মহিলার মৃত্যুর পরেও রাস্তা সঠিকভাবে সংস্কার হয়নি। অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে ভোটের মুখে আবারো অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসী। ঘটনা ধর্মনগর মহকুমা খেরেংজুড়ি এলাকায়। অবরোধকারীরা জানান, চুরাইবাড়ি সেইলটেক্স এলাকা থেকে নোয়াগাঁঙ এলাকা পর্যন্ত আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। জাতীয় সড়কের উপর খানাখন্দে নাজেহাল যান চালকরা।

সাথে ভোগান্তির শিকার যাত্রীরা। অভিযোগ, বিগত দেড় থেকে দুই বছর যাবৎ জাতীয় সড়কের কোন সংস্কার হয়নি। পথচারীরা বাজার হাট থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনিছড়া হাসপাতালে যাওয়ার পথে বেহাল রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা‌ হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে ইটের আধলা দিয়ে ভরাট করে দায় সারেন। তাতে করে বড় বড় লরির চাক্কায় ইটের আধলা গুঁড়ো হয়ে পুনরায় স্বমহিমায় ফিরছে জরাজীর্ণ জাতীয় সড়ক। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকাল এগারোটা থেকে খেরেংজুড়ি এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ করে বসেন খেরেংজুড়ি, বালিছড়া, চান্দপুর, লক্ষি নগর, উত্তর ফুলবাড়ি, দক্ষিণ ফুলবাড়ি, চুরাইবাড়ি প্রভৃতি এলাকার জনগণ। পথ অবরোধকারীদের দাবি, কাল বিলম্ব না করে রাস্তা সংস্কার করার জন্য। অন্যথায় পথ অবরোধ জারি থাকবে। পথ অবরোধের পর রাস্তার দুপাশে আটকে পড়ে বহু গাড়ি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য