Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিদ্যালয়ে আক্রান্ত ছাত্র

বিদ্যালয়ে আক্রান্ত ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : গত বুধবার রাজধানীর বনেদি স্কুল উমাকান্ত একাডেমী খবরের শীর্ষস্থান দখল করেছিল। তারপর শুক্রবার রাজ্যের ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘটে ছাত্রকে মারধর করে। আহত ছাত্রের নাম রাজু দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে কোন এক বিষয় ঘিরে নবম শ্রেণীর ছাত্র রাজুকে মারধর করে।

তারপর গুরুতর আহত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসে অপর এক ছাত্র। তারপর তাকে তার মা নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসার পর শনিবার সকালে রাজুর মা স্কুলে ছুটে যান। শিক্ষকরা জানান, রবিবার স্কুলে অভিভাবকদের বৈঠক ডাকা হয়েছে। যারা এই ঘটনা সংগঠিত করেছে এবং যে আক্রান্ত হয়েছে তাদের অভিভাবকরা সেই বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করবেন এবং আগামী দিনে এ ধরনের ঘটনা যাতে স্কুলে না ঘটে তার জন্য করা হুঁশিয়ারি দেওয়া হবে। তবে প্রশ্ন হচ্ছে প্রশ্নের মধ্যে নিরাপদ নয় কেন ছাত্রছাত্রীরা? একজন ছাত্র যখন বাড়িতে থাকে তখন সে তার মা-বাবার দ্বারা সুরক্ষিত থাকে। কিন্তু বিদ্যালয়ে যাওয়ার পর তার সুরক্ষার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের। এ ধরনের ঘটনা যদি একের পর এক স্কুলে সংঘটিত হয় তাহলে অভিভাবকদের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে স্কুলের পরিবেশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য