Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যপুলিশের জালে মানব পাচারকারী দুই ভারতীয় দালাল

পুলিশের জালে মানব পাচারকারী দুই ভারতীয় দালাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই :মানব পাচারকারী সাথে যুক্ত দুই ভারতীয় দালালকে আটক করলো আগরতলা জিআরপি থানার পুলিশ। তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। গোপন সূত্রের খবরের ভারতীয় দুই মানব পাচারকারীকে বৃহস্পতিবার গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ। তাদেরকে শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের তোলা হয়।

দুই মানব পাচারকারীর নাম বিপ্লব কর্মকার, বাড়ি সিধাই মোহনপুর এবং অপরজন বিশাল দত্ত, তার বাড়ি দক্ষিণ গোলাঘাটি এলাকায়। সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে লক্ষ লক্ষ টাকা কামাই করার বাণিজ্যে লিপ্ত ছিল ধৃত দুজন। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ , আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে উৎপেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছেন, সেই মোতাবেক আগরতলা রেল স্টেশনে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করে জিআরপি থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায় তদন্তের স্বার্থে বাকি বিষয় এখন জানানো যাবে না। তবে তারা দীর্ঘদিন ধরে মানব পাচারে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এখন আইপিসি ফরেনার মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য