Saturday, March 15, 2025
বাড়িরাজ্যনির্বাচনী সভায় বিজেপি নেতাকে উদ্দেশ্য করে গুলি করলো দুর্বৃত্তরা, ভাঙচুর বিজেপি -র...

নির্বাচনী সভায় বিজেপি নেতাকে উদ্দেশ্য করে গুলি করলো দুর্বৃত্তরা, ভাঙচুর বিজেপি -র দলীয় কার্যালয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :এইবার রাতের বেলায় গুলি চলল টাকারজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জম্পুইজলা খুমলুঙ এলাকায়। বিজেপি নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। ভাংচুর করা হয় বিজেপি দলের কার্যালয়। জানা যায় ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টাকারজলা বিধানসভার অন্তর্গত খুমলুঙ এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে কর্মসূচি চলাকালীন সময় বুধবার সন্ধ্যায় আচমকায় আক্রমণ চালায় দুষ্কৃতিরা।

পাশাপাশি এলাকার বিজেপি নেতা রামানন্দ দেববর্মাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। রাতেই ঘটনাস্থলে ছুটে যায় রাধাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঐ এলাকা থেকে ৪ টি কার্তুজের খোল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এইদিন পুলিশ সহ বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বিজেপি অফিসটি সরজমিনে দেখেন। স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান বুধবার সন্ধ্যায় খুমলুঙ বিজেপি কার্যালয়ে মিটিং চলছিল। যুব মোর্চার মিছিলকে সামনে রেখে মিটিং চলছিল। সেই সময় আচমকা দুষ্কৃতিরা হামলা চালায়। এবং চার রাউন্ড গুলি চালায়। বৃহস্পতিবার রাধাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি কার্তুজের খোল উদ্ধার করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক কাটে নি মানুষের মন থেকে। মোতায়েন রয়েছে পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য