Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যরাতের বেলা গুলির জন্য বাজারে, আবারো প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা

রাতের বেলা গুলির জন্য বাজারে, আবারো প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজারের নির্মিত বাজার শেড দীর্ঘদিন ধরে নেশা কারবারীদের বিচরণভূমিতে পরিণত হয়ে উঠেছে। সন্ধ্যা থেকে এই বাজার সেডে জমে উঠে নেশা কারবারিদের আসর। কিন্তু এরই মধ্যে এবার গুলি চললো আড়ালিয়া পঞ্চবটি বাজারে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার বিবরণে জানা যায়, তের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া পঞ্চবটি বাজারে বিগত বামফ্রন্ট সরকার থাকাকালীন বাজার সেড নির্মাণ করা হয়। তারপর ২০১৯ সালে  ৬ মার্চ বিপ্লব দেবের হাত ধরে উদ্বোধন করা হয়।

 মোট ১০৭ টি স্টল তৈরি করা হয় এই মার্কেটে। এই মার্কেট স্টলটি জল বিদ্যুৎ না থাকায় দোকান ঠিকভাবে করতে পারছেন না ব্যবসায়ীরা। অন্যদিকেই মার্কেট স্টলের বাকি রুম গুলিতে ড্রাগস, মদ, জুয়া সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। ব্যবসায়ি ও বাজার কমিটি প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ধরনের হেলদোল নেই প্রশাসনের তরফ থেকে। এমনটাই অভিযোগ বাজারে ব্যবসায়িদের। আরো জানা যায়, এলাকার প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাসকে বহুবার জানানো হয়েছিল, এলাকার ৩০ থেকে ৩৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে স্টলগুলি বিতরণ করার জন্য। কারণ তাদের কাছে কোন দোকান ঘর নেই।

এদিকে প্রায় দুই কোটি টাকাও গত সাত মাস আগে বরাদ্দ হয়েছিল। কিন্তু উন্নয়নের কর্মযজ্ঞ বাস্তবে ফানুস। তারা আরো জানায় এই মার্কেটের মধ্যে মোট ১৪ টি স্টল পুরোপুরি ভাবে প্রস্তুত ছিল। কিন্তু অনর্থক ফেলে রেখে এই ১৪ টি স্টলের সমস্ত পরিষেবা নষ্ট করে দিয়েছে। গত বুধবার রাতে স্টলের মধ্যে চলে গুলি। বিষয়টি তারা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় পুলিশকে। আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, অবিলম্বে মার্কেটের পুরোপুরি কাজ সম্পন্ন করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, দুদিন আগে রাজধানীর গোয়ালা বস্তি সংলগ্ন এলাকায় এক মাসে কারবারীর হাত দিয়ে তিন রাউন্ড গুলি চলে। এরই মধ্যে আবার আড়ালিয়া বাজারে চলে গুলি। এর দ্বারা ষ্পষ্ট নেশা কারবারিদের হাতে হাতে পৌঁছে গেছে আগ্নেয়াস্ত্র। পুলিশ নিরব দর্শক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য