Monday, September 16, 2024
বাড়িরাজ্যউদয়পুর পুর পরিষদের উচ্ছেদ অভিযান

উদয়পুর পুর পরিষদের উচ্ছেদ অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :উদয়পুর শহরের মূল বাজারে উচ্ছেদ অভিযান চালাল উদয়পুর পুর পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। জেসিবি দিয়ে ভেঙ্গে ফেলা হয় অবৈধ নির্মাণ। যে সকল স্থায়ি দোকানদার তাদের দোকানের সামনে বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ী শেড তৈরি করেছে, সেই সকল অস্থায়ী শেড খুলে নেওয়া হয়।

 মূলত উদয়পুর শহরকে যানজট মুক্ত রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এইদিনের উচ্ছেদ অভিযানে ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। শীতল চন্দ্র মজুমদার জানান এক বছরও পূর্বেও এই ধরনের অভিযান চালানো হয়েছে। কিন্তু কিছু কিছু দোকানদার তারপরও দোকানের সামনে সরকারি জায়গা দখল করে অস্থায়ী শেড তৈরি করেছে। সবজি দোকানদাররাও রাস্তায় দোকান নিয়ে বসে যায়।

 ফলে উদয়পুর শহরে যানজট সৃষ্টি হয়। তাই এইদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সহসাই সবজি দোকানদারদের স্থায়ি শেড তৈরি করে দেওয়া হবে। তারপর সবজি দোকানদাররা আর রাস্তার পাশে দোকান নিয়ে বসতে পারবে না। তিনি আরও জানান এইদিনের পর আর উচ্ছেদ অভিযান চালানো হবে না। থাকবে টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের কাছে থাকবে রিসিভ বই। যারাই নিয়ম মানবে না তাদেরকে জরিমানা করবে টাস্ক ফোর্স।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য