স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : বিভিন্ন অভিযোগ পেয়ে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ গার্লস হোস্টেল এবং বাগমা এস টি বয়েজ হোস্টেল পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি হোস্টেল পরিদর্শনে গিয়ে অভিযোগের সততা পায়। তারপর তিনি রেগে কড়া নির্দেশ জারি করেন হোস্টেল কর্তৃপক্ষকে। তিনি বলেন হোস্টেলে এসে তিনি এতটা চরম অব্যবস্থা প্রত্যক্ষ করবেন সেটা তিনি ভাবতেও পারেননি। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কাল বিলম্ব না করে ব্যবস্থা নিতে হবে।
এবং সেই শাস্তির রিপোর্ট মন্ত্রীর হাতে পৌঁছাতে হবে বলে জানান হোস্টেলে দায়িত্বে থাকা ইনচার্জকে। তিনি আরো বলেন এক ঘন্টার মধ্যে হোস্টেলের সচলায় পরিষ্কার করার জন্য। পরবর্তী সময়ে তিনি ছাত্র-ছাত্রীদের খাবার ও পানীয় জলের ব্যবস্থাও খতিয়ে দেখেন। চাক্ষুষ করেন হোস্টেলের মধ্যে নেই বিদ্যুতিক পাখা এবং আলোর ব্যবস্থা। এ বিষয় নিয়ে কথা বলেন প্রধান শিক্ষকের সাথে। প্রধান শিক্ষক মন্ত্রীকে জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে তিনি সমস্ত সমস্যার সমাধান করবেন। তারপর মন্ত্রী প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান। এখন দেখার বিষয় কত দ্রুত হোস্টেলে চেহারা ফিরে পায় ছাত্রছাত্রীরা। নাকি সবটাই লোক দেখানো।