Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যউৎকন্ঠায় দিন কাটাচ্ছে এমবিবি কলেজ কমপ্লেক্সের মানুষ, প্রতিবাদে শামিল হলো বুধবার

উৎকন্ঠায় দিন কাটাচ্ছে এমবিবি কলেজ কমপ্লেক্সের মানুষ, প্রতিবাদে শামিল হলো বুধবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : নানা সমস্যায় জর্জরিত এমবিবি কলেজ কমপ্লেক্স টু কোয়াটারের মানুষ। বুধবার এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আবাসনের মানুষ। তাদের বক্তব্য, গোটা আবাসন থেকে সিমেন্টের প্রলেপ খসে পড়ছে। এবং প্রলেপ মাথায় পড়ে আহত পর্যন্ত হচ্ছে আবাসনের লোক। তারপর আবাসনের দরজা জানালা অধিকাংশই ভেঙ্গে চর্চির।

 সংস্কারের কোনো উদ্যোগ নেই। এর মধ্যে গত কয়েকদিন ধরে আবাসনে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে এবং শৌচালয়ের ময়লা ঘরে প্রবেশ করছে। যার ফলে একদিকে যেমন খাওয়ার জল পর্যন্ত আবাসনে নেই তেমনি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে তাদের। বর্তমানে এই সমস্যাগুলির জন্য আবাসনের নয়টি পরিবার তিতি বিরক্ত। সবচেয়ে বড় বিষয় হলো তারা আতঙ্কে ভুগছে যে কোন সময় তাদের উপর ভেঙে পড়তে পারে এই আবাসনের দেওয়াল এবং ছাদ।

এই বিষয়ে নেতাজি কমপ্লেক্স স্থিত পূর্ত দপ্তরে জানানো হলেও কোনরকম আশ্বাস মিলছে না তাদের। এক প্রকার ভাবে আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। তাদের দাবি যদি এটি সংস্কার করা না হয় তাহলে তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে। নাহলে তাদের রাত দিন ২৪ ঘন্টা আতঙ্কের মধ্যে এবং চরম অস্বাস্থ্যকর অবস্থায় দিন কাটাতে হচ্ছে এই আবাসনের মধ্যে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য