Monday, September 16, 2024
বাড়িরাজ্যপুলিশকে আবারো ধোকা দিল নেশা কারবারিরা, বিফলে গেল তল্লাশি

পুলিশকে আবারো ধোকা দিল নেশা কারবারিরা, বিফলে গেল তল্লাশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : নেশা বিরোধী অভিযানে ব্যর্থ হলো চুরাইবাড়ি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে দুটি গাড়ি আটক করলেও কোন অবৈধ সামগ্রী না পেয়ে নিরাশ হতে হলো এবারও। জানা গেছে গৌহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে আসা NL 01 K-2446 ও NL 02 N-6360  দুটি পন্য বোঝাই লরি অসম পুলিশ ওয়াচ পোস্ট এবং চুরাইবাড়ি থানা পেরিয়ে ত্রিপুরেশ্বরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে লরি দুটি দু’দিন আগে থেকেই দাঁড়িয়েছিল।

তখন পুলিশের কাছে গোপন খবর আসে যে দুটি লরিতেই বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত রয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে শনিবার রাত দশটা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে। যদিও বৃষ্টির কারণে রাতে গাড়ি দুটি চেকিং করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। পরে রবিবার সকাল ৮ টা থেকে শুরু হয় চিরুনি তল্লাশি।তবে এতে কোন  নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। দুটি লরিতেই ছিল তরল দুধ এবং প্যাকেট জাতীয় দুধ। এদিকে লরি দুটির মালিক ও চালক স্থানীয় লোকজন বলে খবর পাওয়া গিয়েছে। পরে চালকসহ গাড়ি দুটি ছেড়ে দিতে বাধ্য হয় চুরাইবাড়ি থানার পুলিশ। তাহলে কি নেশা কারবারিরা আবারো একবার বোকা বানালো উত্তর জেলা পুলিশ প্রশাসনকে? না কি অন্য কিছু তা একমাত্র বলতে পারবে পুলিশই।যদিও পুলিশের দাবি লরি দুটি তল্লাশি করে কোন নেশা সামগ্রী পায়নি তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য