Thursday, March 20, 2025
বাড়িরাজ্যসংরক্ষণ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলো কুড়িজন...

সংরক্ষণ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলো কুড়িজন ছাত্রছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে ভারতীয় হাইকমিশন ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। কুমিলা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে ভারতে ফিরেছে। সোনামুড়ায় মোতায়েন ৮১ বিএন বিএসএফ এই ছাত্রদের সব রকমের সুবিধা প্রদান করছে। কোনো ঝামেলা ছাড়াই তাদের যথাযথভাবে স্বাগত জানানো হচ্ছে, পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগরতলা থেকে তাদের বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কে অবহিত করা হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে ২০ জন শিক্ষার্থী প্রবেশ করেছে। এই ছাত্রদের অধিকাংশই মেডিকেল ছাত্র এবং কুমিলার ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত ছিলেন। এই ছাত্রদের অধিকাংশই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বাসিন্দা। এদিকে নিজ দেশে ফিরে এক ছাত্রী জানায় সে বাংলাদেশের ময়নামতি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি আগরতলায়। সেখানে পরিস্থিতি এখনো অত্যন্ত ভয়াবহ।

কলেজের হোস্টেল থেকে বলে দেওয়া হয়েছিল আজকের মধ্যে হোস্টেল ছাড়তে। তারা এই বার্তা পেয়ে শেষ পর্যন্ত বিএসএফের সহযোগিতায় নিজ দেশে ফিরতে পেরেছে। বর্তমানে তারা নিরাপদ বলে জানান। তবে বর্তমানে পরিস্থিতি বাংলাদেশের অত্যন্ত উদ্বেগ জনক। প্রসঙ্গ, আন্দোলনকারীদের প্রশ্ন মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা আলাদা করে সংরক্ষণের আওতায় কেন? তা চায় না বাংলাদেশের শিক্ষার্থীরা। অবিলম্বে তুলে দেওয়া হোক তা। এই দাবিতে গত কয়েকদিন ধরে তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। দেশজুড়ে আন্দোলনের আঁচ ক্রমশ বাড়ছে। একের পর এক প্রাণ চলে যাচ্ছে হিংসাত্মক বিক্ষোভে। আন্দোলন থামাতে পুলিশ, সেনার শাসন অব্যাহত। যার কারণে এত প্রাণহানি, রক্তের স্রোত। যতদূর জানা গেছে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় শতাধিক। বাংলাদেশের এই উত্তপ্তময় পরিস্থিতির জন্য ভারতের সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য