স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : যান দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়িকা। শুক্রবার আনুমানিক দুপুরে বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময গকুলনগরের বাসিন্দা TR 01 N 1783 টাটা এইচ গাড়ি ঠাকুর চান সরকারকে সজরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে বছর ৬৫ -র ঠাকুর চান সরকার।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খবর দেয় বিশালগড় দমকল কর্মীদের। তারা দ্রুত এসে দুর্ঘটনার স্থল থেকে আহত ঠাকুর চান সরকারকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। জিবি হাসপাতালের চিকিৎসা চলাকালীন সময় রাত আনুমানিক এগারোটার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠাকুর চান সরকার। শনিবার ময়না তন্তের পরে তার মৃত গকুলনগর স্থিত তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। ছুটে আসেন কমলাসাগর বিধানসভার বিদায়কা অন্তরা সরকার দেব। তিনি কথা বলেন মৃতের পরিবার পরীজনদের সঙ্গে। আশ্বস্ত করেন আগামী দিনে মৃতের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।