Thursday, April 18, 2024
বাড়িরাজ্যযক্ষা নিবারণ কেন্দ্রে সচেতনমূলক কর্মসূচিত

যক্ষা নিবারণ কেন্দ্রে সচেতনমূলক কর্মসূচিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আগরতলার যক্ষা নিবারণী হলে সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার , পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে একটি বাইসাইকেল মিছিল আয়োজন করা হয়।

 পাশাপাশি সচেতনতামূলক পোষ্টার ও ব্যানার অটোতে লাগানো হয়। যক্ষা এই রাজ্য ও দেশে এখনো বর্তমান। আর এই যক্ষ নির্মূলকরনের লক্ষ্যে কাজ চলছে। এই ক্ষেত্রে সচেতনতার প্রয়োজন আছে। কেন না সমাজে এই যক্ষা নিয়ে ভুল বার্তা দেওয়া হয়। তাই যক্ষা রোগ সম্পর্কে বুঝতে হবে। বাড়িতে বা সমাজে কোন যক্ষা রোগী থাকলে তার সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করা হয় তার আহ্বান জানান জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য