Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যকৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : শুক্রবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়

। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। প্রচুর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বক্তব্য রেখে বলেন, আজকের এই অনুষ্ঠানটি কৃতী ছাত্র-ছাত্রী এবং তাদের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। রাজ্যপাল বলেন তাদের অত্যন্ত ভালো ফলাফল প্রশংসনীয়। তারা আগামী দিন বহুদূর এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল। পরবর্তী সময়ে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সফল ভবিষ্যতের কামনা করেন রাজ্যপাল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য