স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : সোনামুড়া মহকুমা চারটি ব্লকের মধ্যে নলছড় মোহনভোগ এবং বক্স-নগরে বিরোধীদল গুলোর মনোনয়ন দাখিল করার ক্ষেত্রে মহকুমা পুলিশ প্রশাসন এবং ব্লকের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে সোনামুড়া জেলা কংগ্রেস। সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই অভিযোগ তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী।কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ আনা হয় প্রতিটি ব্লকের বিডিও -র নিকট নির্ধারিত দিন মনোনয়ন পত্র দাখিল করবে কংগ্রেস মনোনীত প্রার্থীরা। তখন যাতে সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়। কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং মহকুমা পুলিশ জানানো হয় প্রশাসনের নিকট নিরাপত্তার আর্জি জানানো হয়।
কিন্তু আচমকা সোনামুড়া মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোনামুড়া থানায় কংগ্রেস নেতৃত্বদের ডেকে নিয়ে ১৬ জুলাই মনোনয়ন জমা না করার জন্য বলা হয়। তাই বাধ্য হয়ে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার দিন অর্থাৎ ১৮ জুলাই ব্লকে কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান। তারা দাবি করেন এক্ষেত্রে যদি কংগ্রেস দলের কর্মীদের উপর কোন প্রকার হামলা-হজ্জতি করা হয় তার জন্য দায়ী থাকবে প্রশাসন। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর ব্লক কংগ্রেস প্রভারি হাবিল মিয়া।