Friday, January 17, 2025
বাড়িরাজ্যদুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত লরি চালক, ভাঙচুর গাড়ি

দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত লরি চালক, ভাঙচুর গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : মঙ্গলবার রাতে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত লরি চালক, ভাঙচুর করে গাড়ি। ঘটনার অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের আটক করতে ময়দানে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, AS 01 LC 0532 নম্বরের একটি মালবাহী লরি শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় চাকমাঘাট এলাকায় গাড়ি চালক সুজিত বড়ুয়া রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়ায়।

সেই সময় গাড়ির ড্রিমার লাইট জ্বালানোকে কেন্দ্র করে একদল যুবক এলাকা থেকে গাড়ির চালক সুজিত বড়ুয়া’র পিছু ধাওয়া করে। পরবর্তীতে ভয়ে লরির চালক সুজিত বড়ুয়া লরিটি নিয়ে তেলিয়ামুড়ার দিকে পালিয়ে আসে এবং লরিটি দাঁড় করিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে। সেই সময় পিছু ধাওয়া করা সেই দুষ্কৃতিকারীরা। পরে তাকে বেধড়কভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চালককে গুরুতর আহত করে রক্তাক্ত করে। সেই সঙ্গে ভাঙচুর চালায় লরিটি। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামুড়া থানার পুলিশ আহত লরির চালক সুজিত বড়ুয়াকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় এবং পুলিশ আহত লরির চালক সুজিতকে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে তেলিয়ামুড়া থানায় আশ্রয় দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য