স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : চড়িলাম ব্লকের লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের মেত্তামুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের রান্নাঘরের টিন খুলে হানা দিল চোরের দল। বুধবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী রূপালী দেবনাথ এবং সহায়িকা অনিতা সরকার এসে দেখেন চোর হানা দিয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারের রান্নাঘরে।
চাল, ডাল, কলস, বালতি সহ প্রায় তিন থেকে চার হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে। এই অঙ্গনওয়াড়ি সেন্টারে ১৮ জন শিশু রয়েছে। বুধবার তাদের কিভাবে খাওয়ানো হবে সে বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বে থাকা সহায়িকা এবং কর্মী দুজনেই। এই ঘটনায় এলাকায় ব্যাপক এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।