Thursday, March 27, 2025
বাড়িরাজ্যইসলাম ধর্মাবলম্বীদের মহরমের আয়োজন

ইসলাম ধর্মাবলম্বীদের মহরমের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : মঙ্গলবার মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মহরম। রাজধানীর বর্ডার গোল চক্করে এলাকা থেকে শুরু হয় মহরম উপলক্ষে এক মিছিল। উপস্থিত ছিলেন মুসলিম ধর্মাবলম্বী অংশের মানুষ। তাদের বক্তব্য, এই পবিত্র মাসেই নবি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বলে বিশ্বাস। কিন্তু মাসের দশম দিন, যা আশুরা নামে পরিচিত, সেদিন কারবালায় নবির নাতি হুসেন ইবনে আলির শাহাদাতের মৃত্যু হয়।

তাঁর স্মরণে মুসলমানরা এই দিন শোকপ্রকাশ করেন। আরো বলেন, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র, তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে মহরম, ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়। মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। মহরমকে কোনও উৎসব হিসাবে না, এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রমজান মাসের পর মহরমের রোজা সবচেয়ে ভালো। চাঁদ দেখার পর মহরমের তারিখ নির্ধারিত হয়। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য