Saturday, January 25, 2025
বাড়িরাজ্যনিয়োগ প্রক্রিয়ার দ্রুত সম্পূর্ণ করার দাবি করে ফের ডেপুটেশন দিতে ব্যর্থ চাকরি...

নিয়োগ প্রক্রিয়ার দ্রুত সম্পূর্ণ করার দাবি করে ফের ডেপুটেশন দিতে ব্যর্থ চাকরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : আইজি প্রিজন অফিসে ডেপুটেশন প্রদান করল জেল পুলিশ পদে চাকুরি প্রত্যাশীরা। জানা যায়, ২০২২ সালে জেল পুলিশ পদে নিয়োগের জন্য শারীরিক মাপ নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকুরি প্রত্যাশীরা শারীরিক মাপ দেয়। শারীরিক মাপ নেওয়ার পর লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু তারপর প্রায় দের বছর কেটে গেলেও জেল পুলিশ পদে চাকুরি প্রত্যাশীদের লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়া হচ্ছে না।

এই নিয়ে ইতিপূর্বে একবার চাকুরি প্রত্যাশীরা রাজধানীর পুরানো জেল সংলগ্ন আইজি প্রিজন অফিসে ডেপুটেশান প্রদান করতে গিয়ে ব্যর্থ হয়। সোমবার ফের একবার চাকুরি প্রত্যাশীরা আইজি প্রিজন অফিসে ডেপুটেশান প্রদান করতে আসে। কিন্তু এইদিনও তারা ডেপুটেশান প্রদান করতে ব্যর্থ হয়। পরে তারা আইজি প্রিজন অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে সামিল হয়। ডেপুটেশান প্রদান করতে আসা চাকুরি প্রত্যাশীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় মুখ্যমন্ত্রীর নিকট তাদের একটাই দাবি জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। তবে প্রশ্ন উঠতে শুরু করে বেকারদের আর কত যন্ত্রণা সহ্য করতে হবে বর্তমান সুশাসন জামানায়? কারণ এক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে সরকার কাটিয়ে দেয় চার থেকে পাঁচ বছর। আর এই চার থেকে পাঁচ বছরে সৃষ্টি হচ্ছে আরও শত শত শূন্য পদ? তাহলে সরকারের কি মূল উদ্দেশ্য শুন্যপদ অবলুপ্ত করা? কিন্তু এর হিসেব আগামী দিনে ভোট বাক্সে করতে পারে বলে মনে করছে রাজনৈতিক সচেতন মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য