স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে আর ডি দপ্তর উদয়পুর শালগড়া আমতলী – কুশামারা যাবার জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করেছিল। যাতে করে এলাকার লোকজন গোমতী নদীর উপর দিয়ে বর্ষার কষ্ট করে যেতে না হয়।এই ঝুলন্ত ব্রিজ টি তৈরি হবার পর এলাকার লোকজনদের যেমন যাতায়াতের সুবিধা হয়েছে, তেমনি বিশেষ করে আমতলী – কুশামারার এই পঞ্চায়েতের যে সমস্ত কূষকরা রয়েছেন তাদের উৎপাদিত ফসল যাতে এই ব্রীজ দিয়ে দ্রুত আনা নেওয়া করতে পারে।
আর যখন এই ব্রীজ নির্মাণ করে দেওয়া হয়েছে তখন এলাকার লোকজন খুবই খুশি হয়েছিল। তাদের দীর্ঘ দিনের যে কষ্ট করে বৃষ্টি কিংবা বর্ষার সময় গোমতী নদী দিয়ে নৌকা দিয়ে এপার- ওপার যাওয়া যেমন কষ্টের ব্যাপার ছিল তেমনি বিশেষ করে গর্ভবতী মায়েদের কিংবা বয়স্ক ও অসুস্থ রোগীদের নৌকা দিয়ে এপার ওপার করা খুবই কষ্টকর ব্যাপার ছিল। ব্রীজটি হবার পর এলাকার লোকজন দের কিছুটা হলেও উপকার হয়েছিল। কিন্তু দূর্ভাগ্যের ব্যাপার হলো গত ছয়মাসের উপর হয়েছে ব্রীজটি দিয়ে এলাকার লোকজন যাতায়াত করতে কষ্টকর হয়ে পড়েছে। এলাকার সুকুমার দাস জানায়, এই ব্রীজটি তৈরি হবার ফলে আমতলী গ্ৰাম পঞ্চায়েত ও কুশামারা গ্ৰাম পঞ্চায়েত এলাকার লোকজন দের উপকার হয়েছিল। এই দুইটি পঞ্চায়েতের লোকসংখ্যা প্রায় আট হাজার হবে বলে জানান সুকুমার বাবু। তিনি বলেন এই ঝুলন্ত ব্রিজটি নষ্ট হয়ে যাবার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আসা যাবার জন্য যেমন অসুবিধা হচ্ছে, তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয় আর ডি দপ্তর যেন উদ্দ্যেগ নিয়ে এই ঝুলন্ত ব্রিজটি সংস্কার করে দেয়।