স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : চিনি পাচার ঘিরে বাধলো ঝামেলা। বক্সনগরে এই ঘটনায় আহত হয়েছে এক যুবক। অভিযোগ এই যুবক চিনির বস্তা নিয়ে যাওয়ার সময় তার উপর আক্রমণ চালায় এলাকার কয়েকজন ব্যক্তি। বর্তমানে আহত যুবক জাফর শরীফ চিকিৎসাধীন জি বি হাসপাতালে।
ঘটনা রবিবার সকালে। আক্রান্ত যুবক জানান, তিনি বাজার থেকে চিনির বস্তা কিনে নিয়ে যাওয়ার সময় তার উপর আক্রমণ চালায় এমডি হানিফ মিয়া, মোঃ হাম জালাল, এমডি মুতারেল। তারা সঙ্ঘবদ্ধভাবে তার উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। পানে বাঁচতে থানায় ছুটে যান। তখন থানা থেকে পুলিশ তাকে হাসপাতাল পাঠায়।
কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। তবে সন্দেহের বিষয় কেন সে এক বস্তা তিনি বাড়িতে নিয়ে যাচ্ছিল? এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার বাড়িতে কোন অনুষ্ঠান নেই, কিন্তু এক ব্যক্তির তার কাছ থেকে চিনি ক্রয় করবে বলে জানিয়েছেন। প্রশ্ন হল আক্রান্ত যুবক জাফর শরীফ চিনি ব্যবসায়ী না হলেও কেন তার বাড়িতে নিয়ে অন্যের কাছে তিনি বিক্রি করার চেষ্টা করেছে? একাধিক রহস্য এখানে সৃষ্টি হয়েছে!