Saturday, February 8, 2025
বাড়িরাজ্যআন্দোলনের ঘোষণা প্রদেশ কংগ্রেসের

আন্দোলনের ঘোষণা প্রদেশ কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২ এপ্রিল থেকে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি জানান, রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে সভায়। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে চর্চা করা হয়েছে।

রাজনৈতিক উদ্দেশ্যে কংগ্রেস কর্মী নেতাদের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় রজু করে ফাসিয়ে দেওয়া হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি আগরতলা শহরে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর বিজেপি দুর্বৃত্তরা আক্রমণের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। পুলিশকে নিষ্ক্রিয় করে দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। পুলিশ নিরেপেক্ষ থাকতে পারছে না। তাই এর প্রতিবাদে আগামী ২ এপ্রিল সকাল ১১ টার সময় রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস অভিযান করা হবে। অভিযানে সকল কংগ্রেস কর্মীদের উপস্থিত থাকার জন্য বার্তা দেওয়া হয়েছে। এবং আগামী ১১ এপ্রিল প্রদেশ কংগ্রেসের উপজাতি শাখা রাজ্য ভিত্তিক কনভেনশন এবং রাজভবন অভিযান করা হবে। রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। বিশেষ করে উপজাতিদের যে অনুন্নয়ন ও কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য ডেপুটেশন প্রদান করা হবে। কারণ উপজাতিদের কৃষ্টি-সংস্কৃতি বিলুপ্তির পথে। এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য ডেভলপমেন্ট কাউন্সিল গঠন করা। রাজ্য সরকারের বাজেট থেকে সহযোগিতা করার দাবি জানানো হবে। পরবর্তী সময় বিষয়টি কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি। ভারতের রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য কংগ্রেস কর্মীদের পাশে একটি আইনজীবীর টিম পাশে থাকবে। এবং তাদের সাথে প্রতিনিয়ত কংগ্রেস কর্মীরা রাজ্যের আইনি অবস্থা নিয়ে আলোচনা করবে। উপজাতিদের জন্য বলেন কংগ্রেস রাজ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে ডেভলপমেন্ট কাউন্সিল গড়ে তোলা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য