স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : আগামী ২৫ মার্চ স্বাস্থ্য, শিক্ষা, উপজাতি কল্যাণ, ডি ডাব্লিউ এস, যুব বিষয়ক ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে উত্তর পূর্বাঞ্চলকে এইচ আই ভি এবং নেশা মুক্ত করতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে ভারতবর্ষের প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু ও পলক মুচ্চাল। মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন দপ্তরের আধিকারিকরা।