Monday, February 17, 2025
বাড়িরাজ্যরাজ্য সফরে পুরানদেশ্বরী

রাজ্য সফরে পুরানদেশ্বরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে জন্য হাতেগোনা এক বছরের কম সময় বাকী আছে। তাই ইতিমধ্যে ঘর গোছাতে শুরু করেছে ভাজপা। ২৩-এর বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপি’র। আর এর সবকিছু ঠিক থাকলে রাজ্যের ৫৮৭ টি আসনে ভিলেজ কমিটির নির্বাচন এবং উপনির্বাচন অনুষ্ঠিত হবে।‌ তবে ভিলেজ কমিটির নির্বাচন এবং উপ নির্বাচন নিয়ে ছোট শরিক আইপিএফটি -র উপর আস্থা রাখতে পারছে না বিজেপি। তাই টি পি এফ -কে দলে টানলেন।

 কিন্তু তারপরও সংগঠনকে মজবুত করতে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বিজেপি। এবং আগামী দিনে ভিলেজ কমিটির নির্বাচন, উপনির্বাচন এবং সর্বোপরি বিধানসভা নির্বাচন সংগঠিত করার আগে রাজ্যে সংগঠনে কোনরকম ত্রুটি রাখতে চাইছে না বিজেপি। তাই আগামী রণকৌশল তৈরি করতে বেশ তৎপর কেন্দ্র এবং রাজ্য বিজেপি নেতৃবৃন্দ। মঙ্গলবার তিনদিন সফরে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা ডাগ্গুবতি পুরানদেশ্বরী। বিমানবন্দরে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা ডাগ্গুবতি পুরানদেশ্বরীকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুষ্পস্তবক তুলে দিয়ে স্বাগত জানান প্রদেশ নেতৃত্বরা। ডাগ্গুবতি পুরানদেশ্বরী জানান, কেন্দ্রীয় নেতৃত্বদের নির্দেশে তিনি ত্রিপুরা রাজ্যে এসেছেন। সংগঠন কিভাবে চলছে তা খতিয়ে দেখবেন তিনি। এবং আগামী দিনে সংগঠনকে আরো কিভাবে মজবুত করে রাজ্যের উন্নয়ন করা সম্ভব হয় সেদিকে গুরুত্ব দেবে বলে জানান। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করে আগামী দিনের রণকৌশল কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য