Monday, February 17, 2025
বাড়িরাজ্যচুরির অপবাদ দিয়ে ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ

চুরির অপবাদ দিয়ে ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললো এক সপ্তম শ্রেণীর ছাত্রী। ঘটনায় বিবরণে জানা যায় গত বৃহস্পতিবার সপ্তম শ্রেণীর ছাত্রীকে চুরি করার মিথ্যে অভিযোগ দিয়ে বিমল দেবনাথ নামে এক শিক্ষক তাকে শ্লীলতাহানির করে।

অভিযুক্ত শিক্ষক কমলপুর মহকুমা অন্তর্গত সালেমা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী এবং তার মা জানান গত বৃহস্পতিবার সে স্কুলে যাওয়ার পর তাকে চোর অপবাদ দিয়ে অসভ্য ভাবে ছাত্রীর পোশাক খুলে তাকে তল্লাশি করে। কিন্তু কোন কিছু উদ্ধার করতে পারেনি।

তারপরও তাকে চোর বলে অভিযুক্ত শিক্ষক প্রতিনিয়ত মানসিকভাবে ব্যতি বস্ত করে তুলেছে। এরই প্রতিবাদে ছাত্রী এবং তার পরিবার আইনের দ্বারস্থ হতে চলেছেন। তবে গোটা বিষয়টি পুলিশের তদন্ত সাপেক্ষ। আসলে শিক্ষক শ্লীলতাহানি করেছে নাকি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। গোটা বিষয়টি পুলিশের তদন্তে বের হয়ে আসবে বলে মনে করতেছে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবক মহল সহ শিক্ষক শিক্ষিকারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য