স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : আগামী ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে ৪০ তম আগরতলা বই মেলা। বই মেলাকে সাফল্য মণ্ডিত করতে এবং স্মরণীয় করে রাখতে তথ্য, সংস্কৃতি দপ্তর থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিলের সদস্য, কাউন্সিলার, দপ্তরের সচিব, অধিকর্তার উপস্থিতিতে বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
কিভাবে ৫১ টি ওয়ার্ড থেকে বেশী মাত্রায় লোক সমাগম করা যায় এবং মেলা প্রাঙ্গণে তা নিয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে বলে জানান মন্ত্রী। এই বই মেলা বর্তমান সরকারের নির্বাচনের আগে শেষ বই মেলা। মেলা স্মরণীয় করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বই মেলা হিসাবে আত্ম প্রকাশ করাতেই এই উদ্যোগ বলে জানান তিনি। সরকারের প্রচেষ্টা বইমেলা যাতে অন্যান্য বছরের ন্যায় এ বছরও জাকজমক পূর্ণ করা যায়। মেলায় ব্যবসায়ীরা এবং রাজ্যবাসী যাতে স্বাচ্ছন্দ ভাবে অংশগ্রহণ করতে পারে সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।