স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : পুলিশের হাতে নারী-সম্মান লুণ্ঠনের অভিযোগ!দায়িত্বপ্রাপ্ত এক এ এস আই -র দম্পতির উপর হেলমেটের জন্য আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। ঘটনার বিবরণে জানা যায় এদিন সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ তার স্ত্রী দীপিকা দেবনাথকে নিয়ে বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়।
নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানু লাল দেববর্মা তাদের দাড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়। পুলিশের বক্তব্য যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অংকের জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করেন। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। তখন স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও মারধর করে। রাস্তার পাশে ফেলে দেন। একটা সময়ের পর দম্পতির চিৎকারে ছুটে আসে থানা থেকে পুলিশকর্মীরা।
তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর দম্পতিকে নিয়ে যাওয়া হয় থানায়। বিষয়টি নিয়ে যখন থানায় আলোচনা শুরু হয় তখন ক্যামেরায় বাধা দেন অভিযুক্ত পুলিশ কর্মী। পরবর্তী সময়ে আহত দম্পতি ছুটে যায় হাসপাতালে চিকিৎসার জন্য। এদিকে অভিযুক্ত পুলিশ কর্মীর অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে দম্পতি। গোটা ঘটনা এখন তদন্তর সাপেক্ষ।