Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যঅনেকটাই বাড়ল পেট্রোল ডিজেলের মূল্য

অনেকটাই বাড়ল পেট্রোল ডিজেলের মূল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : প্রায় চার মাস পর বাড়ল জ্বালানির দাম। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয় পেট্রোল-ডিজেলের নয়া মূল্য। পেট্রোলের মূল্য এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে ৮০ পয়সা। আগরতলা শহরে পেট্রোলের মূল্য প্রায় শতক ছুঁইছুঁই। বর্তমানে পেট্রোলের মূল্য রয়েছে ৯৮.৯৮ টাকা। একই সাথে বেড়েছে ডিজেলের মূল্য। ডিজেলের মূল্য ৭৯ পয়সা বেড়ে হয়েছে ৮৬.৩৬ টাকা।

এদিকে গত ২০ মার্চ শিল্পক্ষেত্রে ডিজেলের দাম এক ধাক্কায় লিটার প্রতি ২৫ টাকা বেড়েছে। কিন্তু পেট্রোল পাম্পে ডিজেলের মূল্য অপরিবর্তিত ছিল। তবে এক ধাক্কায় পেট্রোল ডিজেলের মূল্য এতটা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আপামর জনগণ। কারণ বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার পর ২০২১ সালের নভেম্বর মাসের পর সরকার পরিচালিত পেট্রোল ডিজেলের মূল্য বাড়েনি। কিন্তু তখন নভেম্বর মাসে লাগাতার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেকটাই প্রভাব পড়েছিল দেশবাসীর উপর। কিন্তু গত চার মাস পেট্রোল ডিজেলের মূল্য না বৃদ্ধি পাওয়াতে অনেকটাই স্বস্তি ছিল জনগণের মনে। ফের বৃদ্ধি পাওয়ায় আবারও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আশঙ্কা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য