Monday, February 17, 2025
বাড়িরাজ্যরোগীদের ফল, মিষ্টি বিতরণ

রোগীদের ফল, মিষ্টি বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : গত সাত জুলাই অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। ব্যাপক জাঁকজমক ভাবে আগরতলা জগন্নাথ জিও মন্দিরে পক্ষ থেকে ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। এই অঙ্গ হিসেবে বুধবার আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।

ধর্মীয় অনুষ্ঠানের সাথে এ ধরনের সামাজিক অনুষ্ঠান করায় খুশি রোগী ও রোগীর পরিবার পরিজন। উপস্থিত ছিলেন বিষ্ণু মহারাজ, ভক্তি কমল বৈষ্ণব মহারাজ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান অধ্যক্ষ শ্রীমদ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ এবং আগরতলা শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের মত রক্ষক শ্রীমদ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, আগরতলা মঠের সহ পরিচালক ভক্তি বিকাশ শ্রমন মহারাজ সহ অন্যান্য সাধু সন্ত বৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য